Logo
B

Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC)

175 employees

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারী খাতের মূখ্য প্রতিষ্ঠান। ১৯৫৭ সালে সংসদীয় আইনের মাধ্যমে বিসিকের জন্ম। বিসিক এর প্রত্যক্ষ এবং পরোক্ষ উদ্যোগে দেশে প্রচুর শিল্পোদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। বিশ্বায়ন এবং মুক্তবাজার অর্থনীতির প্রভাব এই সেক্টরে ক্ষুদ্র ও কুটির শিল্পজাত পণ্য বাজারজাতকরণে প্রধান বাধা হিসেবে দেখা দেয়। বিসিক এই সমস্ত বিদ্যমান ও নতুন শিল্পদ্যোগকে সম্প্রসারন ও উন্নয়ন করা এবং প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করে। মূল উদ্দেশ্য: উৎপাদন বৃদ্ধি (ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে স্থাপিত উৎপাদন ক্ষমতার সদ্ধব্যবহার ও নতুন উৎপাদন ক্ষমতা সৃষ্টি) কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র্য বিমোচন ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন অর্থ ও মানব সম্পদের সর্ব্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সেবাসমূহ শিল্পোদ্যোক্তা উন্নয়ন উন্নত রাস্তাঘাট; পানি , বিদ্যুৎ ,গ্যাস ইত্যাদি সুবিধা সম্বলিত শিল্প নগরী শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে উন্নত প্লট বরাদ্দদান নিজস্ব কর্মসূচীর মাধ্যমে ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় উদ্যোক্তাদেরকে ঋণ সহায়তা প্রদান প্রকল্প প্রোফাইল প্রণয়ন ও প্রকল্প মূল্যাযন শিল্প ইউনিট স্থাপন, পণ্যের উৎপাদন-মানোন্নয়ন ইত্যাদি বিষয়ে কারিগরি ও অন্যান্য সহায়তা প্রদান উন্নত মানের নকশা উদ্ভাবন ও বিতরণ লাগসই প্রযুক্তি আহরণ ও স্থানান্তর / উদ্ভাবন ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ, উৎপাদন ও বাজারজাতকরণের প্রযুক্তিগত ও অন্যান্য তথ্য সংগ্রহ, সংকলন ও বিতরন করা শিল্প সম্প্রসারণ সংক্রান্ত প্রয়োজনীয় গবেষনা, সমীক্ষা জরীপ ইত্যাদি পরিচালনা শিল্প স্থাপনে প্রয়োজনীয় বিনিয়োগ-পূর্ব ও বিনিয়োগ-উত্তর পরামর্শ প্রদান নিয়ন্ত্রণমূলক কার্যক্রম ক্ষুদ্র ও কুটির শিল্প নিবন্ধনকরণ কর অবকাশ, কর, শুল্ক ইত্যাদি মওকুফ বিষয়ে সুপারিশ প্রদান শিল্পের কাঁচামাল ও মোড়ক সামগ্রী আমদানীর ক্ষেত্রে প্রাধিকার নির্ধারণে সুপারিশ প্রদান ও অন্যান্য। উদ্যোক্তা/ জনগণের জন্য বিসিকের সমস্ত সেবা বিসিকের মাঠ পর্যায়ের সকল জেলা কার্যালয়সহ বিসিকের প্রধান কার্যালয় ও বিভাগীয় (আঞ্চলিক)কার্যালয়ের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে । বিসিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন:www.bscic.gov.bd

Basic info

Industry

Government Administration

Sectors

Government Administration

FAQ