সস্তা খাদ্য সবসময় খরচ কমায় না, বরং ভেজালের কারণে এর পেছনে লুকিয়ে থাকে অনাকাঙ্খিত চিকিৎসা ব্যয়, যার প্রমান আমরা মুদির দোকানের থেকে বেশি মাত্রায় গজিয়ে ওঠা ফার্মেসী গুলোর দিকে তাকালেই বুঝতে পারি। বিশুদ্ধ খাদ্য গ্রহন করুন এবং অর্থ ও স্বাস্থ্য দুই-ই বাঁচান।